ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন বর ও কনের পরিবারকে জরিমানা

কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন বর ও কনের পরিবারকে জরিমানা


কাউখালী প্রতিনিধি 🔻

পিরোজপুরের কাউখালীতে কঠোর লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আশোয়া গ্রামে বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি আজ কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে উভয় পরিবারকে তিন হাজার টাকা জরিমানা আদেশ দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বর পক্ষকে তাদের বাড়িতে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জান্নাত আরা তিথি বলেন, ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বর কনের পরবিারকে র্অথাদণ্ডাদেশ দেওয়া হয়। কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরযাত্রীদের ফেরত পাঠানো হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...