ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - সাংবাদিক বাচ্চু’র বিরুদ্ধে এমপি আউয়ালের দায়ের করা ২ কোটি টাকার মানহানী মামলা হাইকোর্টে স্থগিত

সাংবাদিক বাচ্চু’র বিরুদ্ধে এমপি আউয়ালের দায়ের করা ২ কোটি টাকার মানহানী মামলা হাইকোর্টে স্থগিত

পিরোজপুর প্রতিনিধিঃ দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি, দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়ালের দায়ের করা করা দুই কোটি টাকার মানহানী মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত এর আদেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসাইন এর যৌথ বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদেশে বলা হয় পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে চলমান মামলার কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করা হল।

উল্লেখ্য, দৈনিক সমকাল পত্রিকায় পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়ালকে নিয়ে সংবাদ প্রকাশের কারনে তিনি ২০১২ সালের ১২ মার্চ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে দন্ডবিধি ৫০০/৫০১ ধারায় দুই কোটি টাকার মানহানীর মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় এমপি আউয়াল উল্লেখ করেন, ২০১২ সালের ৯ মার্চ তারিখে দৈনিক সমকালের “নাজিরপুরে হেলিকপ্টারে এসে হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আউয়াল” শিরোনামে এবং পরদিন ১০ মার্চ “এমপি আউয়াল ও ডঃ আনোয়ার দুর্নীতিবাজ, টেন্ডারবাজ” শিরোনামে প্রকাশিত সংবাদে তার (এমপি আউয়াল) দুই কোটি টাকার মানহানী হয়েছে।

মামলায় পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক ২০১২ সালের ৯ সেপ্টেম্বর এক আদেশে বিবাদী ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে চার্জ গঠন করলে জেলা দায়রা জজ আদালতে রিভিশন পিটিশন দায়ের করা হয়। জেলা দায়রা জজ আদালতের বিচারক গত বছরের ৯ জুন এক আদেশে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের দেয়া চার্জ গঠনের আদেশ বহাল রেখে দায়েরকৃত রিভিশন খারিজ করে দেন। পরে হাইকোর্টের সরনাপন্ন হলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...