চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক এ.কে.এম সেলিম মিয়া

0
17

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক পৌর প্রশাসক,বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম মিয়া(৭৫) শুক্রবার দিনগত রাত ২.৪০ মি: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা বার্ধক্যরোগে ভুগছিলেন।

তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার জোহর নামাজবাদ মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে তাঁর প্রথম জানাজা ও আছর নামাজবাদ মঠবাড়িয়ার মিরুখালী গ্রামে মুন্সীবাড়ি দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটন, এডভোকে দিলীপ কুমার পাইকসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, মঠবাড়িয়া প্রেস ক্লাব, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে অনলােইন আজকের মঠবাড়িয়া এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান বাবু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

About The Author