ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝালকাঠি থেকে মোঃ আল-আমিন : ঝালকাঠি নবগ্রামের চাঞ্চল্যকর আব্দুস সালাম খানকে ২০০৯ সালে হত্যার ঘটনায় ৩ জনকে যাবত জীবন সাাঁজা প্রদান করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শফিকুল করীম এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলেন, আলমগীর হাওলাদার (৩৮), কামাল হাওলাদার (৩৫) মিরন ওরফে বুলু (৩২)।

জানা গেছে, নবগ্রামের আব্দুস সালাম খানকে ২০০৯ সালে হত্যা করে প্রতিপক্ষরা। এতে তার স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে আদালতে মামলা আলমগীর হাং , কামাল হাং, মিরন ওরফে বুলু, জলিল, মিলন ও গনিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। আদালত স্বাক্ষীগ্রহণ ও পর্যালোচনা শেষে ৩ জনকে দন্ড ও বাকি ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণাকালে সকল আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আঃ রশিদ সিকদার।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...