ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দক্ষিণ অঞ্চলের চরখালী-পাথরঘাটা সড়কে মহা সড়কে উন্নীত করণের দাবী

দক্ষিণ অঞ্চলের চরখালী-পাথরঘাটা সড়কে মহা সড়কে উন্নীত করণের দাবী

নূর হোসাইন মোল্লা : মঠবাড়িয়া শহর একটি প্রথম শ্রেণীর পৌরসভা। ইহার লোক সংখ্যা প্রায় ৫০ হাজার। এ শহরের মাঝ দিয়ে চরখালী-পাথরঘাটা আঞ্চলিক সড়ক। এ সড়ক দিয়ে প্রত্যহ শত শত বাস, ট্রাক, মাইক্রো বাস, অ্যামবুল্যান্স, মিনিবাস, লরি, পিক-আপ ভ্যান, প্রাইভেট কার ইত্যাদি পিরোজপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, চাঁপাই নবাবগঞ্জ প্রভৃতি স্থানে চলাচল করে। এ সড়কটি সরু“(১২ ফুট চওড়া) বিধায় চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে।

মঠবাড়িয়া পৌরসভার ভিতরে এ সড়কের পাশে অবস্থিত রয়েছে দক্ষিণ অঞ্চলের বৃত্ততম শিক্ষা প্রতিষ্ঠান কে এম লতিফ ইনষ্টিটিউশন, হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন, পৌরসভার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র, কুয়েত এবং সৌদি প্রবাসী হাসপাতাল ইত্যাদি। এ সড়ক দিয়ে প্রত্যহ অতিরিক্ত যানবাহন চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীসহ জনগণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। কচি-কাঁচা শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে। ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। দূরপাল্লার যানবাহন গুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন হর্ন বাজানোর কারণে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস আদালতের কাজকর্মে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। তাই চরখালী-পাথরঘাটা আঞ্চলিক সড়কে মঠবাড়িয়া পৌরসভায় একটি বাই-পাস সড়ক নির্মাণ এবং এ সড়কটিকে মহা সড়কে উন্নীত করার জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি। লেখকঃ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। ০১৭৩০৯৩৫৮৮৭।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...