ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর-৩ 🔘 মঠবাড়িয়া আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পিরোজপুর-৩ 🔘 মঠবাড়িয়া আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার মধ্যে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম এর কাছে প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে এ মনোনয়নপত্র জমা দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৯ জন ও ৪ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও তার সহ-ধর্মীনী খাদিজা আক্তার খুশবু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকুকে সাথে নিয়ে মনোয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান উপজেলা আওয়ামীলেগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তি যোদ্দা এমাদুল হক খান,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর দুইটার দিকে মহাজোট প্রার্থী ও জাপার কেন্দ্রীয় নেতা মাশরেকুল আজম রবি উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ নেতা কর্মী নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির মো. আমীর হোসেন, বাংলাদেশের তরিকত ফেডারেশনের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ কল্যান পার্টির মো. শহিদুল ইসলাম স্বপন, বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ সাকু, বাংলাদেশ খেলাফত আন্দেলনের মো. আবদুল লতীফ সিরাজী, ওয়ার্কাস পার্টির প্রশান্ত কুমার হাওলাদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জাসেম মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আবু তারেক, সুধীর রঞ্জন বিশ^াস ,মো. শামীম শাহনাওয়াজসহ মোট ১৩ প্রার্থী মনোয়নয়ন পত্র দাখিল করেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...