ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পদ্মা সেতু প্রকল্পের অধিগ্রহণ কাজ দ্রুত শেষ করুন- ভূমিমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের অধিগ্রহণ কাজ দ্রুত শেষ করুন- ভূমিমন্ত্রী

ঢাকা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জনস্বার্থে ভূমি অধিগ্রহণ এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, জনস্বার্থে সরকারের কাজকে ত্বরান্বিত করতে হবে। তিনি অধিগৃহীত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১০৭ তম সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

পদ্মা সেতু রেল সংযোগ শীর্ষক প্রকল্পে ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন মৌজায় ৮৬ দশমিক ৪৮১৮ একর ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৭১ দশমিক ৩২৪৩ একর এবং নারায়নগঞ্জ জেলা ১৫ দশমিক ১৫৭৫ একর ভূমি। বাংলাদেশ রেলওয়ে ও প্রত্যাশী সংস্থা এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রত্যয়নপত্র দাখিল করেছে। প্রকল্পটি সরকারের ফাস্ট ট্রাক প্রজেক্টের অন্তর্ভুক্ত প্রকল্প। এছাড়া আজ সভায় রাজউক এর অনুকূলে কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়নে ৯০ দশমিক ১৫৪৯ একর জায়গা অধিগ্রহণ কাজ চূড়ান্ত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন জোয়ার সাহারা, বরুয়া, ডুমনি ও মাস্তুল মৌজায় এ পরিমাণ জায়গা অধিগৃহীত হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন মৌজার দাগসুচির সাথে মোট ভূমির পরিমাণের গরিমিল থাকায় পরবর্তীতে নতুন করে পূর্বের ৯১ দশমিক ৬৬১৭ একরের স্থলে ৯০ দশমিক ১৫৪৯ একর ভূমি অধিগ্রহণের সংশোধনী প্রস্তাব এ সভায় অনুমোদিত হয়।

মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সরকারের রূপকল্প বাস্তবায়নে কাজের প্রতি দায়িত্বশীল থেকে যথাসময়ে প্রকল্প কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ্ খন্দকার, বাংলাদেশ রেলওয়ের ডিজি আমজাদ হোসেন, রাজউক এর চেয়ারম্যান জি.এম. জয়নাল আবেদীন ভূইয়া, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

সূত্র : (প্রেস বিজ্ঞপ্তি, মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা।)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...