ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা মহিলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা মহিলা আওয়ামীলীগের দোয়া মাহফিল


পিরোজপুর প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগ। আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, জেলা আওয়মী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতীসহ জেলা উপজেলা সহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ তাদের পরিবারের সকল নিহত এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার র্দীঘায়ু কামনা করেন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীন। আলোচনা সভার শেষে দুপুরের খাবার বিতরন করা হয়।

About The Author

Leave a Reply

x

Check Also

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঠবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. মেহেদী হাসানঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ ১ নভেম্বর ২০২৪ তারিখে জাতীয় যুব দিবস উপলক্ষে ...