ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মুজিবর রহমান -ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান

মুজিবর রহমান -ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান

এ ইউ জেড প্রিন্স, কেউ কেউ থাকেন ক্ষণজন্মা, কালের অন্তিমেও তারা অক্ষয়।বাইগীরতীরের পাটগাতির মিয়া ভাই তাদেরই একজন।
বঙ্গবন্ধু যে বছর জন্মগ্রহণ করেন সে বছর সেপ্টেম্বরে গান্ধীজি গুজরাট ও বিহারে বৃটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। এর মাত্র সতেরো মাসের মাথায় জনতার উচ্ছৃঙ্খলতার কারনে তিনি আন্দোলনের অকাল পরিসমাপ্তি ঘটাতে বাধ্য হয়েছিলেন । বঙ্গবন্ধু তারও অর্ধশতাব্দীকাল পরে আবার অসহযোগীতার ডাক দেন এবং সফল হন।
বাপুজি পারেন নি, বঙ্গবন্ধু পেরেছিলেন। কারন বাপুজির ভারতবাসী ছিল শৃঙ্খলহীন উগ্র স্বদেশীকতায় পরিপূর্ণ, আর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি ছিল মুক্তির দিশায় বলিয়ান।
বিশালতা আসলে পোষাকে-পান্ডিত্যে না; ব্যক্তিমননে বিকাশ লাভ করে। “একদিন বঙ্গবন্ধুর মহিয়সী মাতা দেখেন তার খোকা চাদর জড়িয়ে হেটে আসছেন, তার পরনে পায়জামা পাঞ্জাবি নেই,কি ব্যাপার? এক গরিব ছেলেকে তার শতচ্ছিন্ন কাপড় দেখে সব দিয়ে এসেছে”। – ‘শেখ মুজিব আমার পিতা’; শেখ হাসিনা
“একদিন এক অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সব মন্ত্রীকে একটি করে সিল্কের শাড়ি উপহার দেন, এমন সময় মুজিব আইনমন্ত্রী মনোরঞ্জন ধরের হাত থেকে শাড়ি টা ছো মেরে কেড়ে নিয়ে জহুর আহমদ চৌধুরীর হাতে ধরিয়ে দিলে সবাই অবাক হন, তখন বঙ্গবন্ধু বললেন, মনোরঞ্জন ব্যাচেলর মানুষ তার শাড়ির দরকার নেই । বেচারা জহুরের দুই বউ, এক শাড়ি নিয়ে টানাটানি করবে। তাই ওকে দিলাম” ।- ‘মুজিব ভাই’;এবিএম মুসা
‘অসমাপ্ত আত্মজীবনী’তে স্বয়ং বঙ্গবন্ধু বলছেন, “একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উতস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকে অর্থবহ করে তোলে” ।
বাংলাদেশের অস্তিত্বে বঙ্গবন্ধু।
যদি বাংলাদেশ একটি মানুষের দৈহিক আকৃতি পায়, তবে তা হবে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...