ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পাথরঘাটায় দুই বিদ্রোহী প্রার্থীসহ চেয়ারম্যান প্রার্থী ৩১জন

পাথরঘাটায় দুই বিদ্রোহী প্রার্থীসহ চেয়ারম্যান প্রার্থী ৩১জন

পাথরঘাটা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলার ৭টি ইউনিয়নের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে দুজন মহিলাসহ প্রার্থী হয়েছেন ৩১ জন। সংরক্ষিত ২১ আসনের বিপরীতে প্রাথী হয়েছে চারগুণ। এর মধ্যে মা ও ছেলে উভয়ে প্রার্থী হয়েছেন এক ইউনিয়নে।

সোমবার সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।

জানাগেছে, পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । এর মধ্যে দুজন নারী প্রার্থী। এরা হলেন- কালমেঘা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বেগম নূর আফরোজ হেপী এবং চরদুয়ানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি দলীয় মনোনিত প্রার্থী মো. কামরুল ইসলামের মা খাদিজা বেগম।
আওয়ামী লীগের প্রতি ইউনিয়নে একজন করে মনোনিত প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. শহিদ কালমেঘা ইউনিয়ন থেকে স্বতন্ত্র এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী কাকচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বশির আহমেদ শিকদার প্রার্থী হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন(চরমোনাই) থেকে। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) থেকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি উপজেলা শাখার সহ-সভাপতি মো. ইমাম হোসেন বাবুল।

উপজেলার সাতটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৬৪ সদস্য প্রার্থী ও সংরক্ষিত ২১টি আসনের বিপরীতে ৮৪ জন নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এ ব্যাপারে পাথরঘাটা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ। আর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...