ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কবিতার মানুষ ডাক্তার ফেরদৌস

কবিতার মানুষ ডাক্তার ফেরদৌস


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার ফেরদৌস ইসলাম। যিনি সবার কাছে তার নির্মোহ সেবা ও মানবিকতার দ্বারাই পরিচিতি লাভ করেছেন। দিনরাত রোগীদের নিবিড় ও নিরলসভাবে সেবা দিতে তার সর্বোচ্চ প্রচেষ্টা । বর্তমানে তিনি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। করোনা মহামারি কালীন সময়ে রোগীদের চিকিৎসা পরামর্শ দিয়ে জয় করেছেন সবার মন। চিকিৎসা সেবা পেশার পাশাপাশি তার একটি অসাধারণ গুণ হলো কবিতা লেখা। তিনি আপদমস্তক নন্দনবোধে পূর্ণ একজন কবি। অসাধারণ সব শব্দে সমৃদ্ধ তার কবিতায় জীবনের শুদ্ধতম চিত্র ফুটে ওঠে। গভীর ভাবাবেগে পূর্ণ কবিতাগুলো পড়লে পাঠক অনায়াসে এক নন্দনকাননে প্রবেশ করতে পারবে। কবিতায় তিনি সমাজ চিত্র আঁকেন। কবিতায় তিনি দেশের কথা লিখেন, আর সে কবিতাতেই অসম প্রণয়ের কথা বলেন। এই কবি তার কবিতায় অকপটে জীবনের কথা বলেন।

কবি ফেরদৌস প্রিন্স এর জন্ম ১৯৮৭ সালে,পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দধিভাঙ্গা গ্রামে। বাবা মোঃ বজলুর রহমান পেশায় শিক্ষক এবং মা নিলুফার জাহান গৃহিণী। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু করেন, বিভিন্ন সাময়িকী ও সাহিত্যপত্রে তার বেশ ক’টি লেখা প্রকাশিত হয়েছে৷ তবে লেখালিখি মূলত তাঁর শখ, নেশা ও পেশায় একজন পুরোদস্তুর বিশেষজ্ঞ চিকিৎসক তিনি।
২০০৩ সালে আঃ হামিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি,২০০৫ সালে অমৃত লাল দে কলেজ থেকে এইচএসসি,২০১১সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা থেকে এমবিবিএস পাশ করে ২০১৪ সালে ৩৩ তম বিসিএসের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চর্ম ও যৌনরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি (ডিডিভি) অর্জন করেন।
তিনি ৩৩ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া ইয়াং ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক।
বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মঠবাড়িয়ায় কর্মরত আছেন।
ব্যক্তিগত জীবনে স্ত্রী ফারজানা লিজা এবং দুই ছেলে উৎস ও আহনাফ কে নিয়ে তার সুখের সংসার৷

আসছে বই মেলায় প্রকাশিত হচ্ছে কবির প্রথম কবিতার বই “অপ্রকাশিত এবং”। আমরা এই অসাধারণ কবিতা সমৃদ্ধ বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি। বইয়ের কথা ছড়িয়ে যাক পৃথিবীময়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...