ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে জয়িতা সম্মাননা পেলেন স্বশিক্ষিত দিনমজুর হেপি বেগম

কাউখালীতে জয়িতা সম্মাননা পেলেন স্বশিক্ষিত দিনমজুর হেপি বেগম

কাউখালি প্রতিনিধি : হত দরিদ্র দিনমজুর হেপি বেগম ( ৪৭) । স্বামী ইমাম হোসেনও দিনমজুর। দিনমজুর দম্পতির বিদ্যুতের আলোহীন সংসারে তবু দুই সন্তানের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এ দরিদ্র দম্পতির এক ছেলে ও এক মেয়ে মেধাবি। ছেলে মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ এবং দ্বিতীয় সন্তান ফাতেমা আক্তার বরিশাল বি.এম কলেজে বোটানি বিষয়ে মাস্টার্স এ অধ্যয়নরত আছে। দুই সন্তানের লেখাপড়া চালাতে দিনমজুর হেপী বেগম অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন। নিজে লেখাপড়া করতে না পারলেও দুই সন্তানের লেখাপড়া চালিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের দিনমজুর হেপী বেগম আজ জয়ীতা সম্মাননা পেলে।
আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরাধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে হেপী বেগমকে সফল জয়িতা সম্মাননা প্রদান করা হয় ।
‘‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মাননা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা সফল জয়িতা স্বশিক্ষিত দিনমজুর হ্যাপী বেগম এর হাতে এ সম্মাননা তুলে দেন।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সমাজ সেবক আবদুল লফিত খসরু প্রমুখ।

সফল জয়িতার সম্মাননা পেয়ে হেপি বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, আমি খুব সুখ পাইছ। আমি জীবনে কোনও লেখাপড়া করতে পারি নাই। আমার দরিদ্র বাবা আলী হোসেন হতদরিদ্র দিনমজুরের ছেলে ইমাম হোসেনের সাথে আমার বিবাহ দেন। বিবাহের পর আমার ঘরে কোলজুড়ে একটি ছেলে সন্তান ও একা মেয়ে সন্তান জন্ম নেয়। অভাবের সংসারে অন্যের বাড়িতে ঝি এর কাজ করে সন্তানদের পড়া-লেখা করাই। অনেক সময় সন্তানদের মুখে ভালো খাবার দিতে পারি নাই। অন্যের কাছ থেকে জামা কাপড় চেয়ে এনে সন্তানদের দিয়েছি। বাড়ি বিদ্যুৎ ছিলোনা। কুপির আলোয় সন্তান দুটি পড়ালেখা করছে। আমার দুই সন্তান স্কুল জীবনে বৃত্তি পাইছে । আজর আমার প্রথম সন্তান মেহেদি হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ এবং দ্বিতীয় সন্তান ফাতেমা আক্তার বরিশাল বি.এম কলেজে বোটানি বিষয়ে মাস্টার্স এ অধ্যয়ন রয়েছে। আপনারা আমার দুই অভাবি সন্তানের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...