ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - যথেষ্ঠ হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে : ঐক্যবদ্ধের আহবান রফিউদ্দীন আহমেদ ফেরদৌস।

যথেষ্ঠ হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে : ঐক্যবদ্ধের আহবান রফিউদ্দীন আহমেদ ফেরদৌস।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দীন আহমেদ ফেরদৌস তার নিজস্ব আইডি থেকে এই আহবান জানান। তিনি লিখেন

” ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এটি জ্ঞানী গুনী জনদের কথা। এই কথার পশ্চাতে পদাঘাত হেনে বর্তমানে চলছে ব্যাক্তি বন্দনা, দৃশ্যত দল নয়, দলের সাংগঠনিক নেতৃত্ত্ব নয়, এখন ব্যাক্তির আদর্শ, দলের আদর্শের চেয়ে বেশী অনুকরনীয় হচ্ছে। বর্তমান স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এমন যে, আওয়ামীলীগ ই যেন এখন আওয়ামীলীগের শত্রু হয়ে দাড়িয়েছে। বিদ্যমান বিভক্ত, ব্যাক্তি কেন্দ্রিক রাজনীতিতে, দল ভাড়ী করতে গিয়ে অনুপ্রবেশ কারীদের দৌরত্মে, প্রকৃত ত্যাগী নেতৃবৃন্দ কোনঠাসা হয়ে, পরিস্থিতি অসহায়ের মত অবলোকন করছেন। এই রকম পরিস্থিতে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি অপৃরনীয় ক্ষতির সম্মুখীন হয়ে পরেছে। স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অনুরোধ জানাবো, বঙ্গবন্দ্ধুর আদর্শে উজ্জীবত হয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ত্বে ঐক্যবদ্ধ ভাবে দলকে এগিয়ে নিয়ে যাই। সকল বিভক্ত,ব্যাক্তি কেন্দ্রিক রাজনীতি বাদ দিয়ে, সকল মতবিরোধ পিছনে ফেলে, ঐক্যবদ্ধ ভাবে আগামীর জন্য সাংগঠনিক শক্তিশালী আওয়মীলীগ গড়ি। যথেষ্ঠ হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, আর বিলম্বিত না করে, আর দোষাদোষীর মধ্যে না গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রীর নেতৃত্ত্বে দলকে, দেশ কে, এগিয়ে নেয়ার শপথ নেই। এই মহতি উদ্যোগ কেউ একা গ্রহন করলে ই চলবে না, যে যার রাজনৈতিক দায়ীত্ত্ববোধ থেকে সবাই যেন এই উদ্যোগের সাথে একমত থেকে, ব্যাক্তির স্বার্থ না দেখে দলের স্বার্থ কে দেখি। এই উদ্যোগে স্থানীয় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহযোগিতা কামনা করছি, আর কোন বিভক্তি নয় সবাই মিলে একসাথে আওয়ামীলীগ কে আগামীর জন্য প্রস্তুত করি।”

উল্লেখ্য পৌর শহরের মাছবাজারের মার্কেট ভবনের পাশে ১৪টি স্থাপনা নিয়ে তিনি বেশ সমালোচিত হন যদিও সেগুলো ভূমি মন্ত্রানালয়ের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...