ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় ৪৫০ পিস ইয়াবাসহ দশ বছরের দণ্ডিত নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় ৪৫০ পিস ইয়াবাসহ দশ বছরের দণ্ডিত নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


ভান্ডারিয়া প্রতিনিধি :পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আয়শা বেগম (৪০) ও মাদক বিক্রেতা মো. বাবুল হাওলাদার (৪২) নামে ১০বছরের সাজাপ্রাপ্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দিনগত রাতে উপজেলার নদমূলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট মজুদকৃত ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি আয়শা বেগম উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। তার বাবার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। সে ওই উপজেলার আবু তাহের এর মেয়ে ও বাবুল হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবদুর রশিদ এর ছেলে।
জেলা ডিবি পুলিশের উপ পরিদর্শক মো.দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবুলকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধাওয়া গ্রাম থেকে নারী মাদক কারবারি আয়শা বেগমকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
ঈুলিশ জানায় গ্রেফতারকৃত নারী মাদক কারবারি অপর একটি মাদক মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী ।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...