ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আরেক পাগলী “মা” হ’লো বাবা হ’লনা কেউ

আরেক পাগলী “মা” হ’লো বাবা হ’লনা কেউ


ইসরাত জাহান মমতাজঃ আজ রাত সারে আটটায় মিরুখালীর খোকন হাওলাদার দাদা ফোন দেয় মমতাজ একজন পাগলীর সন্তান প্রসাবে ব্যাথায় কাতরাচ্ছে কি করবো?? আমি তখন বললাম কোন ডাক্তার পান কিনা দেখেন। সে বললো না পাইনা। পরে বললাম মঠবাড়িয়া নিয়ে আসেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবোনে। এর পরে টুটুন মামা, আলমগীর ভাই (প্রিন্সিপাল) সহ আরও অনেককে ফোন দিলাম
। ওখানে গিয়ে নারীদের ডেকে এনে গাড়ীতে তুলে দিতে বলি। আলমগীর ভাই বললো আমি এলাকায় নেই। আমি তখন বলি একটা গাড়ীর ব্যবস্থা করে দেন। আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ আলী হাসান স্যারকে ফোন দিলাম সে বললো ওখানেতো ডাক্তার নেই তবে নিয়ে আসতে পারেন কিনা দেখেন। এর পরে মিরুখালী থেকে তারা জানালো কোন গাড়ী পায়না। তবে একটা ছেলে হয়েছে।আমি বললাম বাচ্চা ও মায়ের দিকে খেয়াল রাখবেন আমি ব্যবস্থা করছি। মিরুখালীর অনেকের সাথে কথা বললাম গাড়ী ব্যবস্থা করতে পারলো না। সাংবাদিক দুলাল ভাই ও রোকন ভাই মিরুখালী যাচ্ছে তাদের বললাম গাড়ী নিয়ে যান পাগলীকে নিয়ে আসবেন। এর পরে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক স্যারকে ফোন দিলাম। স্যার বললেন আমার তরফ থেকে সব রকমের সহযোগিতা করবো টাকা পয়সা আমার বঢক্তিগতভাবে দিবো। স্যার থানায় ও হাসপাতালে ফোন দিলেন। ওদিকে টুটুন মামাকে বলি বাচ্চার জন্য কাপড় ও মায়ের ঔষধ মেক্সি কিনতে টাকা আমি দিবোনে। কিন্তু ওখানকার নাইট গার্ড এলাকার সবার কাছ থেকে টাকা তুলে ঔষধ, খাবার মেক্সি, পেটিকোট, ব্যাগ অলক্লথ এ সব কিনে নিয়াসছে। আমিও থানায় ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের পিকাপে মিরুখালী গেলাম। গিয়ে দেখি রাস্তায় যেখানে বাচ্চাটি প্রসাব করেছে তার পাশের বাসার দু’জন নারী বাচ্চার নারী কেটে তাদের বাসায় নিয়ে গেছে। বাচ্চাটাকে জামা পরিয়ে কম্বলের মধ্যে রেখেছে। বাসার নারীর কোন সন্তান নেই। পাগলীকে বিছানায় সুইয়েছে। খাবার ও ঔষধ খাইযেছে। আমি যখন ভালবেসে বাচ্চাকে কোলে নিয়ে পাশে বসলাম কথা বললাম। হাসি দিয়ে আমি কেমন আছি জিজ্ঞাসা করলো। বাচ্চাটি নিয়ে যাই নাকি এর জন্য আমার জামা ধরে আছে। সেখান থেকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। যখন সাংবাদিক আবির ভাই ছবি তুলছিল তখন আমাকে জড়িয়ে ধরে বললো তোল ছবি। আহা কি মায়া! কি ভালবাসা। এখানে কোন খাদ নেই। রাত সারে বারটায় হাসপাতাল থেকে বাসায় আসবো বললে পাগলী মুখ কালো হয়ে গেছে। বললো তুমি যাবেনা আমার কাছে থাকবে। আমার মোনও চাচ্ছিলনা ওদের রেখে আসি। পাগলীর নাম জিজ্ঞাসা করলে একবার বললো মুন্নি। অন্যবার ফাতিমা। তবে তার হাতে শাখা আছে। কথায় মনে হয় লেখা পড়া জানা ভাল পরিবারের মেয়ে। পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...