ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মিরুখালীর বড়শৌলা বিধবা সুমতি আর সরলাকে শাড়ি পাঠালেন রুমানা রুমা

মিরুখালীর বড়শৌলা বিধবা সুমতি আর সরলাকে শাড়ি পাঠালেন রুমানা রুমা

অনলাইন ডেস্কঃ মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামে করোনা দুর্গত অশীতিপর বিধবা বৃদ্ধা সুমতি মণ্ডল ও সত্তোরোর্ধ বিধবা সরলা হালদার কে নিয়ে দুঃখী মানুষের মানচিত্র লিখেছিলেন কালেরকন্ঠের আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক দেবদাস মজুমদার । মানবিক বিষয়টি আপন জনপদের আলিয়া বুটিক এর স্বত্তাধিকারি সাবেক ছাত্রলীগ নেত্রী রুমানা রুমা কে নাড়া দেয়। তিনি দেবদাস মজুমদার কে ফোন করে দরিদ্র দুই বিধবার জন্য ৪টি শাড়ি উপহার পাঠান। আজ সাংবাদিক দেবদাস মজুমদার দুই বিধবা বৃদ্ধার বাড়ি বড়শৌলা গ্রামে গিয়ে চারটি শাড়ি পৌঁছে দিয়েছেন। রুমানা রুমা এর আগে করোনা দুর্গতদের সহায়তা করেছেন। তিনি জানিয়েছেন সুমতি আর সরলা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদের প্রতিবছরে যে শাড়ি লাগবে তা তিনি উপহার হিসেবে দেবেন। দরিদ্র দুই বিধবা বৃদ্ধার জন্য এটি অনেক আনন্দের।দরিদ্র দুই বিধবা চারটি শাড়ি পেয়ে রুমানা রুমার মঙ্গল কামনা করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...