ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - প্রতিবন্ধী ছয় সদস্য পরিবারের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে ইমান ইনিশিয়েটিভ সংস্থা

প্রতিবন্ধী ছয় সদস্য পরিবারের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে ইমান ইনিশিয়েটিভ সংস্থা

অনলাইন ডেস্কঃ মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া দৃষ্টি প্রতিবন্ধী একই পরিবারের ৬ সদস্যের জন্য আগামী ৬মাসের খাদ্য খরচ হিসাব করে ১০হাজার টাকা নগদ অর্থ সহায়তা উপহার নিয়ে তার বাড়িতে ইমান ইনিশিয়েটিভ সংস্থা।আজ বৃদ্ধ দৃষ্টি প্রতিবন্ধী আয়নাল জমাদ্দারের বাড়িতে এ উপহার নিয়ে উপস্থিত সংস্থার সদস্য আঞ্চলিক প্রতিনিধি সাইক নাজাত।সহায়তা বৃদ্ধা প্রতিবন্ধীর হাতে পৌছে দেয়ার সময় উপস্থিতি ছিলেন মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, শিক্ষক এটি এম কাওসার ও ঢাকা উত্তর ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা মহানগর উওরের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ বৃদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী আয়নাল জমাদ্দারের স্ত্রী, সন্তান ও নাতী-নাতনী নিয়ে ৬ সদস্যের পরিবার পরিবারের ছয়জনই প্রতিবন্ধী এর মধ্যে চারজন দৃষ্টি প্রতিবন্ধী ও দুইজন শারীরিক প্রতিবন্ধী।আলতাফের ভিক্ষা করা আয় দিয়ে ছয় সদস্যের পরিবারটি চলছিল কিন্তু করোনা সংকটে ঘরবন্দী ওই পরিবার সংকটে পড়েন বিষয়টি উল্লেখ করে সমাজের বিত্তবান ও সরকারের দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার দৃষ্টি কারে বিষয়টি চোখে পরে ইনাম ইনিশিয়েটিভ সংস্থার প্রধান সাইফুল আমীন মিঠুর।

ঈমান ইনিশিয়েটিভ দেশব্যাপী কাজ করে চলেছেন তারা ভিন্ন ধর্মী সেচ্ছাসেবী সংস্থা,সম্পূর্ণ অলাভজনক সংস্থা। ইতিমধ্যে জানা গেছে সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত এবং দারিদ্রের কষাঘাতে নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। ঈমান ইনিশিয়েটিভ এর রয়েছে একঝাঁক তরুণ ভলান্টিয়ার যারা দেশে বিদেশে থেকে এই প্লাটফর্ম এর জন্য কাজ করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো।জাতীয় অথবা এলাকাভিত্তিক যেকোনো জরুরী প্রয়োজনে অর্থ, খাদ্য অথবা অন্য যেকোনো ধরণের জরুরী জিনিস প্রদানের মাধ্যমে।কর্জে হাসানা দেয়ার মাধ্যমে (ফেরতযোগ্য আর্থিক সহায়তা)।হালাল পণ্য সরবরাহ করে কিস্তিতে মূল্য পরিশোধের মাধ্যমে।ঈমান ইনিশিয়েটিভ বিশ্বাস করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার আর সেজন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ করোনা ভাইরাসের কারণে এই বছরের রমাজান ও ঈদ সবকিছুই অন্য যেকোনো বছরের চেয়ে আলাদা। সমাজের অসহায় মানুষের কষ্ট আরো বেশি। সরকার সহ বিত্তবান নানা সামাজিক সংগঠন কমবেশি সবাই চেষ্টা করছে একে অপরের পাশে দাঁড়াবার, ঠিক সেরকম একটা অবস্থান থেকে ঈমান ইনিশিয়েটিভ নামক সংস্থা থেকে সমাজের ছিন্নমূল হতদরিদ্র মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দিতে কাজ করছে। করোনা পরিস্থিতির শুরু থেকে তারা দেশব্যাপী সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলায় তাদের সেচ্ছাসেবী টিম দিয়ে রমজানের শুরুতে শতাধিক পরিবারকে রমজান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গত ২০শে রমজান থেকে মঠবাড়িয়া পৌরশহর ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিদিন ১৫টি পরিবারকে ঈদের আগের দিন পর্যন্ত ঘরে ঘরে ঈদের বাজার পৌঁছানোর উদ্যোগ নিয়েছে।

এইদিকে ইমান ইনিশিয়েটিভ সংস্থার মঠবাড়িয়া উপজেলার সেচ্ছাসেবী সাইক নাজাত এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই এই পৃথিবীতে সবার ভালো ভাবে বাচাঁর অধিকার রাখে আমরা সাধ্যমতো চেষ্টা করছি আমাদের এই কার্যক্রম চলমান রাখতে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...