অনলাইন ডেস্কঃ ঘোপখালী স্পোর্টস ক্লাব ও পাঠাগার প্রথমবারের মতো এক মানবিক উদ্যোগ – ‘ইফতার সহানুভূতি’ শুরু করেছে, যা দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। রমজান মাস উপলক্ষে ক্লাবের সদস্যরা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন, যাতে তারা এই পবিত্র মাসে শান্তি এবং সহানুভূতির অভিজ্ঞতা লাভ করতে পারেন।
আজ প্রথম ধাপে, ঘোপখালী স্পোর্টস ক্লাব ও পাঠাগার তাদের আশপাশের দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা এবং স্থানীয় জনগণ। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনের সদস্যরা সমাজে মানবিকতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন।
এছাড়া, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি ধারাবাহিক প্রচেষ্টা এবং তারা ভবিষ্যতে আরো বৃহৎ আকারে এই ধরনের উদ্যোগ পরিচালনা করার পরিকল্পনা করছেন।
প্রজেক্ট ইফতার সহানুভূতির লক্ষ্য হচ্ছে, আল্লাহর রহমতে সমাজে ভালোবাসা এবং সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা। সংগঠনের পক্ষ থেকে সকল সহায়তাকারীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং সকলের জন্য কল্যাণ কামনা করা হয়েছে।
এই উদ্যোগকে আরও অনেক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.