ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাংলাদেশে করোনার টেস্ট কিটসহ চিকিৎসা সামগ্রী পাঠাবে চীন

বাংলাদেশে করোনার টেস্ট কিটসহ চিকিৎসা সামগ্রী পাঠাবে চীন

আজকের মঠবাড়িয়া ডেস্ক <>

করোনাভাইরাস ঘুম কেড়েছে সারা বিশ্বের। এই মারণ ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। কেড়ে নিয়েছে একজনের প্রাণ। আর আক্রান্ত করেছে ১৪ জনকে। এমন পরিস্থিতে করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে চীন। দেশটির পক্ষ থেকে বাংলাদেশে চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই বিষয়টি জানিয়েছে চীনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। দূতাবাসটি ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসাসামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।

গত বছরের ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৯৬ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...