ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ছাত্রলীগের আহবায়ক কমিটি নিয়ে একাংশের ক্ষোভ : মিছিল, সংঘর্ষ গ্রেফতার -১

মঠবাড়িয়ায় ছাত্রলীগের আহবায়ক কমিটি নিয়ে একাংশের ক্ষোভ : মিছিল, সংঘর্ষ গ্রেফতার -১

মঠবাড়িয়া প্রতিনিধি :

গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে আবু ইউসুফ রায়হান কে আহবায়ক ও মাহাবুবুর রহমান আকাশ কে যুগ্ম আহবায়ক করে ১৮ সদস্যের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও আর একটি প্রেস বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলাম মুন্না কে আহবায়ক ও আদনান খান সোহেল যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্যের মঠবাড়িয়া পৌরসভার ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে। কমিটি ফেসবুকে প্রকাশের পরপরই নবনির্মিত ছাত্রলীগের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে ব্যাংক পাড়া আওয়ামী লীগের অফিসের সামনে একত্রিত হয়। এইদিকে এই কমিটিকে একতরফা অগঠনতন্ত্রিক সাংগঠনিক পরিপন্থী বলে একাংশ শহরে মিছিল বের করে এক সময় মিছিল দিতে দিতে পরবর্তীতে সামনাসামনি হলে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এই ঘটনায় যুবলীগ সভাপতি আবু হানিফ খান বাদে হয়ে থানায় মামলা করেছেন। আজ পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

প্রতিবাদ মিছিল বের করা ছাত্রলীগ নেতারা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করে অর্থের বিনিময়ে মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের আহবায়ক কমিটি দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া এসে ফেসবুকে এই কমিটি ঘোষণা করেন। আমরা এই অর্থের বিনিময়ে ঘোষিত কমিটিকে স্বাগত জানাতে পারিনা। কমিটি ঘোষণার পরই তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে নেমেছে এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের বয়স উত্তীর্ণ ,অছাত্র ,মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি, এছাড়াও কমিটিতে পদধারী বেশিরভাগই অপরিচিত মুখ।

এসব অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে মাহাবুর রহমান আকাশ জানান, গতকালের সংঘর্ষের বিষয় শুনেছি এজাহার হয়েছে সেখানেই বিশদ ভাবে বিষয় টি লেখা আছে, অতএব এ বিষয়ে আমার কোন মন্তব্য নাই, এ হামলা আমাদের কোন ছাত্রলীগের নেতা কর্মী শিকার হয় নাই, এবং আমাদের ছাত্রলীগের নেতা কর্মী দের সাথে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, যা হয়েছে তা এজাহার এ উল্লেখ আছে। হামলার শিকার হয়েছে উপজেলা যুবলীগের সহ সভাপতি সগীর হোসেন এ ব্যাপারে যুবলীগের সভাপতি বাদী সেই এ বিষয়ে ভালো বলতে পারবে তবে যুবলীগের সহ সভাপতি সগীর হোসেন এর উপর এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নতুন কমিটির বিষয়ে বলবো দীর্ঘ দন পর উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি দিয়ে সকল ছাত্রলীগের নেতা কর্মী দের মাঝে ব্যাপক উৎসব এর মধ্য দিয়ে আমাদের কমিটি কে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন আজ বিকেল ও সন্ধ্যায়। ইনশাআল্লাহ আগামী তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি করে ইউনিয়ন কমিটি করে সম্মেলন এর মাধ্যমে একটি মডেল কমিটি উপহার দিতে চাই।জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার স্মার্ট বাংলাদেশ গড়ার ছাত্রলীগ হবে ইনশাল্লাহ আগামী তিন মাসের মধ্যে। উল্লেখ্য গতকাল ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের প্রতিবাদের পর সংঘর্ষের ঘটনার পর নবগঠিত কমিটির কোনো তৎপরতা শহরে দেখা যায়নি। শোনাচ্ছে কয়েকজন আহত এবং অধিকাংশ নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...