ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - অর্থের বিনিময়ে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠছে

অর্থের বিনিময়ে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠছে

গত ২২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত পেইজে থেকে প্রকাশ করেন। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা জানান দীর্ঘ দিন মঠবাড়িয়ায় কোন কমিটি নেই। সামনে জাতীয় নির্বাচনের লক্ষে সম্মেলন করে দ্রুত কমিটি করার কেন্দ্রের নির্দশনা রয়েছে। কমিটির সত্যতা স্বীকার করেন।
এই ঘটনায় মঠবাড়িয়া চরম উত্তেজনা বিরাজ করছে, অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া এসে মঠবাড়িয়ার উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পরপরই ত্যাগী ও তৃণমূলের ছাত্রলীগ নেতা কর্মীরা রাজপথে নেমে এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। পরে তারা অভিযোগ করে বলেন, যাদেরকে নেতৃত্বে নির্বাচন করা হয়েছে তারা ,অছাত্র , মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি, এছাড়াও কমিটিতে পদধারী বেশিরভাগই তৃণমূলের নেতাকর্মীদের অপরিচিত মুখ।

এসব অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানান, এই বিষয় তাদের কোন বক্তব্য নেই।

উল্লেখ্য কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মিছিল পাল্টা মিছিলে সংঘর্ষ ঘটে এর পর থেকে শহরের থমথমে পরিবেশ বিরাজ করছে। এদিকে তৃণমূলের নেতাকর্মীদের প্রতিবাদের কারণে কমিটি ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...