ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা :সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন আহত

মঠবাড়িয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা :সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন আহত

মঠবাড়িয়ায় প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও উপজেলা ছাত্রলীগের ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উপজেলা স্বেচ্ছা সেবকলীগের নেতাসহ তিন ছাত্রলীগের কর্মী আহত হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছগির আকন, ছাত্রলীগের কমী মারুফ হাজরা ও রাতুল। বুধবার সন্ধ্য শহরের ব্যংক পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষরা গ্রুপের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেধড়ক মারধর করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখানথেকে কর্তব্যরত চিকিৎসক স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগির আকনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

দলীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি নিয়ে দুই
গ্রুপের মধ্যে নানা বিরোধ চলে আসছে। বুধবার সকালে জেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা ছাত্রলীগে আবু ইউসুফ রায়হান আহবায়ক ও মসাহাবুবুর রহমান আকাশকে যুগ্ন আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর ছাত্রলীগে নাজমুল ইসলাম মুন্নাকে আহবায়ক আদনান খান সোহেলকে যুগ্ন আহবায়ক করে ১৩ সদস্য বিসিষ্ট আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে। এনিয়ে বিবদমান দুই পক্ষে মধ্যে উত্তেজনা দখো দেয়। পদ বঞ্চিতরা দাবি করছেন, দেশের সর্বত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়ে থাকেন এ কমিটি জেলা থেকে দেওয়া হয়েছে এর কোন বৈধতা নাই। ছাত্রলীগের দুই পক্ষের পুনরায় সংঘংর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দুই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্য ছড়িয়ে পড়লে কমিটি নবনির্মিত পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বুধবার রাতে আনন্দ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে ব্যাংক পাড়া আওয়ামী লীগের অফিসের সামনে একত্রিত হয়। এসময় দুই পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বলেন, কমিটি গঠন নিয়ে মূলত বিরোধ তৈরি হয়েছে। দুইবছর ধরে ছাত্রলীগের কমিটি নেই। এমন অবস্থায় হঠাৎ’ করে কমিটি আহবায়ক কমিটি গঠন করে সামাজিক সাইটে ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, দীর্ঘ দিন মঠবাড়িয়ায় কোন কমিটি নেই। সামনে জাতীয় নির্বাচনের লক্ষে সম্মেলন করে দ্রুত কমিটি করার কেন্দ্রের নির্দশনা রয়েছে। মঠবাড়িয়ার স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ আহবায়ক কমিটি দেয়া হয়েছে। এ কমিটি তিন মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি করে সম্মেলনের মাধ্যমে নতুন পূণার্ঙ্গ কমিটি করা হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...