ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় নৌকার কর্মীদের বিরুদ্ধে জাপা প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধার অভিযোগ

মঠবাড়িয়ায় নৌকার কর্মীদের বিরুদ্ধে জাপা প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধার অভিযোগ


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠতব্য ইউপি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আওয়ামীলীগ প্রার্থীর কর্মীরা। এমনকি পেশী শক্তি দেখিয়ে তার জাপা কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না। উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউপির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেকান্দার আলী খান আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া ডাকবাংলোয় সংবাদ সম্মেলনে আওয়মীলীগ (নৌকা) প্রার্থী মো. ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ নৌকার চেয়ারম্যান প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির মৃধা, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আব্দুর রহমান আল নোমান প্রমুখ।
এ বিষয়ে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক রাহাত খান অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকার বিজয় ঠেকাতে বানোয়াট অভিযোগ করছে জাপা প্রার্থী।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...