ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালাক্রমে চুরি : ২টি জিডি

পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালাক্রমে চুরি : ২টি জিডি

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একযোগে চুরি সংগঠিত হয়েছে। এ সময় চোরেরা ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে থানায় ২টি সাধারন ডায়রী করা হয়েছে।
স্কুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে জানা গেছে, পিরোজপুর সদরের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার রাত ১২ টা থেকে সকাল ৫ টার মধ্যে দরজার তালা ভেঙ্গে চোর ঢোকে। এ সময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি অকেজো ল্যাপটপ ও ১ টি অকেজো প্রোজেক্টর নিয়ে যায়। আর অন্যান্য স্কুল থেকে যে সব সামগ্রী চুরি হয়েছে তার কোন তালিকা এ রিপোর্ট লেখা পর্যন্ত পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসে পৌছায়নি।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি শংকিত। সুন্দর পরিবেশকে অশান্ত পরিবেশ করার জন্য এটি একটি পরিকল্পিত কাজ। ৩টি স্কুলে চুরি ও ২টিতে তালা ভাঙ্গার সংবাদ তার কাছে এসেছে। তবে সে দু’টি থেকে কোন মালামাল চোরে নিয়েছে কিনা তিনি তা জানেন না। তিনি স্ব স্ব স্কুল প্রধানকে থানায় সাধারন ডায়রী করার জন্য বলেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জা.মো মাসুদুজ্জামান জানান, তার কাছে ২টি স্কুল চুরি হওয়ার অভিযোগ এসেছে এবং তা সাধারন ডায়রিভুক্ত করা হয়েছে বলে তিনি জানান। তিনি জানান, তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...