ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় আধুনিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজি

মঠবাড়িয়ায় আধুনিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজি


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এর নব নির্মিত ৪ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে অধুনিক এ স্কুল ভবন উদ্বোধন করেন।

ডাঃ রুস্তম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি দিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে নিরলশ ভাবে কাজ করছেন। জানুয়ারির শুরুতেই তিনি বিনা মূলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। উপবৃত্তি দিচ্ছেন। শিক্ষকদের বেতন বাড়ানোর পাশাপশি বিশেষ সুবিধা দিচ্ছেন। তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ হবে সমৃদ্ধশালী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক আব্দুল হালিম পহলান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, সমাজ সেবক শহীদুল ইসলাম, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, এমপি‘র জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, সমাজ সেবক মাসুম বিল্লাহ, শাকিব সোহেল, মো. ত্বোহা ইসলাম প্রমূখ।

জানা গেছে, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৪৫ লাক টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলার বেতমোর ইউনিয়নের জানখালী নতুন এ স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে ওয়াশ রুম ও আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা রয়েছে বিশেষ সুবিধা। ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়ীত্বে থাকা মোঃ শহিদুল ইসলাম এ তথ্য জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...