ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে আপন দু’ভাইয়ের দাঙ্গা ফ্যাসাদে চারজন আহত

পিরোজপুরে আপন দু’ভাইয়ের দাঙ্গা ফ্যাসাদে চারজন আহত

পিরোজপুর প্রতিনিধি 🔻

পিরোজপুরে মাছ ধরা জাল পাতাকে কেন্দ্র করে আপন দু’ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গাছ কাটা দা দিয়ে দুই ভাই একে অপরকে কুপিয়ে আহত করে। কুপিয়ে আহতর ঘটনায় ৪ জন আহত হয়েছেন। সেই দন্দ্ব ঠেকাতে গিয়ে তাদের ২ ছেলে আহত হয়। বুধবার দুপুরে সদর উপজেলার ৭ নং শংকর পাশা ইউনিয়নের বাদোখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
আহতরা হলেন বাদোখালী গ্রামের মৃত হোসেন আলী আকন এর পুত্র হায়দার আকন (৬৫), হারেস আকন (৫০), হায়দার এর পুত্র রাব্বি আকন (১৯), হারেস এর পুত্র মারুফ আকন (১৪)।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ সদর উপজেলার বাদোখালী গ্রামে আপন ২ ভাইয়ের মধ্যে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দন্দ্ব চলে আসছিল। বুধবার সকালে বড় ভাই হায়দার আকনকে তার ছোট ভাই হারেস আকন জালের বিষয়ে জিজ্ঞাসা করলে সে নিয়ে তর্কের এক পর্যায়ে গাছ কাটা দা দিয়ে দুই ভাই একে অপরকে কুপিয়ে আহত করে। সেই দন্দ্ব ঠেকাতে গিয়ে তাদের ২ ছেলে আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন।

জেলা হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তন্ময় মজুমদার জানিয়েছে, চার জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে জাল নিয়ে দন্দ্বের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...