ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন ও অক্সিমিটার

পিরোজপুরে ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন ও অক্সিমিটার

পিরোজপুর প্রতিনিধি 🔻
পিরোজপুরে চালু হয়েছে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক। মহামারী করোনার সেবা দেয়ার জন্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে ।
আজ বুধবার সকালে জেলা হাসপাতালের সামনে বিনামূল্যে অক্সিজেন বিতরন করে ব্যাংকের উদ্ভোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি। এসময় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ২১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই বিনামূল্যে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো অক্সিজেন সরবারহ করবো। আমাদের রয়েছে একটি হেল্পলাইন নাম্বার ০১৯১১-৮৮৯৭২০০। যেখানে ফোন করলেই পৌছে যাবে অক্সিজেন। এছাড়াও প্রাথমিক ভাবে ১০টি অক্সিমিটার বিতরন করা হয়েছে। ডা. মিজানুর রহমান বাদল জানান, করোনা আক্রান্ত রোগিদের প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করনীয় ( টেলি মেডিসিন) সম্পর্কে ধারন দেয়ার জন্য রয়েছে তাদের আরও একটি হেল্প লাইন নাম্বার-০১৭৭০-৫৪৪০০৪।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...