ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন একটি লোকও অনাহারে থাকবেনা, বিনা চিকিৎসায় মারা যাবেনা -মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন একটি লোকও অনাহারে থাকবেনা, বিনা চিকিৎসায় মারা যাবেনা -মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী


পিরোজপুর প্রতিনিধি 🔻
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, মনে রাখতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন একটি লোকও অনাহারে থাকবেনা, বিনা চিকিৎসায় মারা যাবেনা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
মন্ত্রী বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার করোনাকালীন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা আবিস্কারের আগেই টিকার জন্য বুকিং দিয়েছিলেন। এজন্য ভারত ও ব্রাজিলের চেয়ে বাংলাদেশের অবস্থা এখনো ভালো । বাংলাদেশে নতুন করে ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। আরও টিকা আসবে। সকল হাসপাতালে করোনার ইউনিট খোলা হয়েছে। যত দিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ। নিরাপদ থাকবে বাংলাদেশ। দেশের মানুষ যেন না খেয়ে, চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য দিন রাত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ওমর ফারুক মিলনায়তনে পৌরসভা ও সদর উপজেলার করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ১ শত ৫০ পরিবহন শ্রমিক, ১ শত ৫০ অটোচালক, ২ শত ৩৫ দোকান কর্মচারী, নরসুন্দর, সুইপার, ধোপা এবং হোটেল শ্রমিকসহ মোট ৬ শত ৭৫ ব্যাক্তির মাঝে প্রধানমন্ত্রীর উপহার (মানবিক সহায়তা) প্রদান করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...