ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

পিরোজপুর প্রতিনিধি :

মোট ৫ হাজার ৮৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ বুধবার ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৫১৪ টি গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে, আজ বুধবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সফিউর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাজ্জাদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াসসহ উপকারভোগী, গনমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার সুধীবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্থান্তর করেন। জমিসহ বাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। নিজেদের নামে ঘর পেয়ে অনেক খুশি হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন । এই ঘর উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ কর্মসূচীর আগে জেলার ছয় উপজেলায় ১ম পর্যায়ে ১১৭৫টি ২য় পর্যায় ২০০৪টি ৩য় পর্যায় ১১৯৭টি এবং ৪র্থ পর্যায় ১ম ধাপে ৯০০ মোট ৫ হাজার ২৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে নাজিরপুর,নেছারাবাদ, কাউখালী,ভান্ডারিয়া,মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৫১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
পিরোজপুর জেলায় সর্বশেষ হালনাগাদ তালিকামতে মোট (ক-শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পবিারের মাঝে ৫ হাজার ৭৯০টি প্রদান সহ ১০৫টি পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে মোট ৫ হাজার ৮৯৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...