ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় শিশু পুত্রকে বিষপান করিয়ে মায়ের বিষপান : দুজনেরই মৃত্যু

ভাণ্ডারিয়ায় শিশু পুত্রকে বিষপান করিয়ে মায়ের বিষপান : দুজনেরই মৃত্যু

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ একমাত্র শিশু পুত্রকে বিষ পান করিয়ে নিজে বিষপান করেছে। পরে অসুস্থ মা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
মৃত রোজিনা বেগম ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ইজিবাইক চালক রুবেল হাওলাদারের স্ত্রী ও তাদের একমাত্র শিশু পুত্র ফয়সাল হোসেন ।
শিশুটি গোলবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থী ।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাগেছে,ইজিবাইক চালক রুবেলের সাথে বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এতে গৃহবধূ রোজিনা ক্ষুব্ধ হন। সন্ধ্যায় ছেলে ফয়সাল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে। এরপর মা রোজীনা বেগম দোকান থেকে দুধ কিনে এনে তার সাথে বিষ মিশিয়ে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে দুধ পান করান। এরপর নিজেও বিষ পান করেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছেলের ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে অসুস্থ্য অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে পাশর্^বর্তী উপজেলার মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার শিশুটি পথেই মারা যায়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়
স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। গৃহবধূ রোজীনা বেগমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান জানান, গৃহবধূ রোজীনা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে মা ও ছেলে আত্মহত্যা করেছে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

, শিশুটিকে মৃত অবস্থায়
স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। গৃহবধূ রোজীনা বেগমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান জানান, গৃহবধূ রোজীনা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে মা ও ছেলে আত্মহত্যা করেছে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...