মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অসহায় নারীদের সেলাই মেশেন বিতরণ

0
13

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতু ন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গরবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা এর উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, ওসি অপরেশন মো. আবদুল হালিম তালুকদার, উপজেলা আবাসিক চিকিৎসক ডা. ফেরদৌস প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, প্রকৌশলী জিয়াউল ইসলাম, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক মজিবুর রহমান, স্মাট নারী উদ্যোক্তা ও তাজ মহিলা সমিতির সভাপতি ইসরাত জাহান মমতাজ, শিক্ষার্থী মৌনতা বিনতে মনির প্রমুখ।
শেষে দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে।

 

About The Author