ব্রেকিং নিউজ
Home - উপকূল - স্বসম্মানে ঘরে ফেরাতে ব্যাতিক্রমি উদ্যোগ

স্বসম্মানে ঘরে ফেরাতে ব্যাতিক্রমি উদ্যোগ

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্বসম্মানেঘরে ফেরাতে বাইরে অবস্থারত মানুষকে ঘরে ফিরে যেতে ফুলের সুভেচ্ছা জানিয়ে ঘরে যেতে অনুরোধ করলেন পিরোজপুরের কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সামাজিক উদ্যোগতা আঃ-লতিফ খসরু। বুধবার সকালে উপজেলার কাউখালী বন্দরে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণির পেশার ৫০জন মানুষের হাতে ফুলের স্টিক তুল দেন তিনি। শুধু আইনের কঠোর প্রয়োগ কিংবা রুঢ় ব্যাবহারের মাধ্যমে সব মানুষকে ঘরে রাখার মতো কাজে বাধ্য করার চেস্টাা ফলপ্রসূত হওয়া কঠিন। ফুল উপহার দেওয়ার মাধ্যমে খসরুর মনোভঙ্গিই প্রকাশ ঘটেছে। স্বতপ্রমাণিত ভাবে ঘরে থাকতে উদ্বুদ্ধ হোক যারা তার হাত থেকে ফুল উপহার গ্রহণ করছেন তারা নিচ্চই আনন্দিত হয়েছেন। এ ছাড়া তিনি করোনা ভাইরাস সংক্রমন।প্রতিরোধে নিজ উদ্যোগে মানুষকে সচেতন করতে বহুবিধ কাজ করেছে। নিম্ন আয়েরমানুষের জন্য মাননীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা অব্যাহত আছে। পাশাপাশি তিনি নিম্ন মানুষদের খাদ্য সহায়তা সহ হোটেল কর্মচারী দিনমজুর মুজি প্রতিবন্ধী পশু পাখিদের শুকনো খাবার দিয়ে সহায়তা করেছেন এবং শাক সবজি মাছ দিয়েছেন তাদের। ফুটপাতে না খেয়ে পড়ে থাকা মানুষিক বিকারগ্রস্ত নারীকে পথথেকে তুলে এনে তারময়লা পোশাক পরিবর্তন করে নুতন শাড়ি দিয়াছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...