ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - আমিরকে পাকিস্তানে যেতে বলার অধিকার কারো নেইঃ মমতা

আমিরকে পাকিস্তানে যেতে বলার অধিকার কারো নেইঃ মমতা

কবির সুমনের পর ভারতীয় অভিনেতা আমির খানের পাশে এসে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বললেন, কারো অধিকার নেই আমিরকে পাকিস্তানে চলে যেতে বলার।

তিনি বলেন, ” আমির যাই বলুক না কেন, তা ভুল হোক বা সঠিক হোক, মন্তব্য প্রকাশ করা তার ব্যক্তিগত অধিকার।”

মমতা আরও বলেন, “আমির যা বলেছেন তার গণতান্ত্রিক অধিকার থেকেই বলেছেন। কারো অধিকার নেই তাকে পাকিস্তানে চলে যেতে বলার। ভারত আমাদের জন্মভূমি, আমরা সবাই ভারতীয়। যারা এসব কথা বলছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।”

সম্প্রতি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খান বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে তিনি শঙ্কা বোধ করেন এবং তার স্ত্রীর সঙ্গে যখন বাড়িতে কথা হয় তখন তিনি এও বলেছেন, “আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিৎ!”। আমিরের এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তবে টুইটারে অনেকেই তাকে জানাচ্ছেন সমর্থন।‘#আইস্ট্যান্ডউইথআমির’ হ্যাশট্যাগ দিয়ে আমিরের পাশে দাঁড়াচ্ছেন অনেক ভারতীয় টুইটার ব্যবহারকারী।

Leave a Reply

x

Check Also

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুরে বস্ত্র বিতরণ ...