ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - ভাণ্ডারিয়ায় ৮০০ ইমামদের নিয়ে মতবিনিময় সভা

ভাণ্ডারিয়ায় ৮০০ ইমামদের নিয়ে মতবিনিময় সভা

ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভাণ্ডারিয়া উপজেলর সকল মসজিদেও ৮০০ ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া,কাউখালী,স্বরূপকাঠী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার জাতীয় ইমাম সমিতি ভাণ্ডারিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ৮০০ ইমাম অংশ নেন।
জাতীয় ইমাম সমিতি ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো. জাকারিয়াা আল কাসেমী এর সভাপতিত্বে বকাতব্য দেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদ মহিউদ্দিন মহারাজ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, মেজবাহ উদ্দিন আরিফ,সমাজ সেবক ইউসুফ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার,টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারেক,উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
গভায় স্মার্ট বাংলাদেশ ও একটি মানবিক মূল্যবোধের সমাজ গড়তে ইমামগণ অভিমত ব্যাক্ত করেন। শেষে উপজেলার জামে মসজিদের ৮০০ ইমামদের শুভেচ্ছা উপহার হিসেবে পাজামা ও পাঞ্জাবী প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...