ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - পিরোজপুর জেলা হাসপাতালের ছাদের পলেস্তরা খসে আহত রোগীর মৃত্যু

পিরোজপুর জেলা হাসপাতালের ছাদের পলেস্তরা খসে আহত রোগীর মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলাহাসপাতালের কেবিনের ছাদের পলেস্তরা খসে পড়ে আহত রোগী আকবর আলী (৮৫)মারা গেছেন। মঙ্গলবার দিন গত রাত ১টার দিকে খুলনাি সটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকবর আলীর ভাইয়ের ছেলে মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা কোন আইনী পদক্ষেপ নিবেন না বলে জানিয়েছেন।
আকবর আলীর ভাইয়ের ছেলে মনজুরুল ইসলাম জানান, সোমবার বিকেলে জেলা হাসপাতালের “মুক্তিযোদ্ধা কেবিনে”র ছাদের পলেস্তারা খসে আমার চাচার শরীরের উপর পরলে তিনি গুরুতর আহত হয়। ওই রাত ১টার দিকে তাকে প্রথমে খুলনার গরীব নেওয়াজ হাসপাতাল ও পরে আড়াইশ বেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোন চিকিৎসা নাপাওয়ায় গতকাল রাত ১২টার পর খুলনা আবুনাসের হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রাত ১টার সময় আকবর আলী মারাযায়।তিনি আরও জানান, জেলা হাসপাতালের অব্যবস্থাপনার কারনে এমন দূর্ঘটনা হয়েছে। তারা যদি হাসপাতাল ভবনের এই অবস্থা মনিটরিং করতো তাহলে এ দূর্ঘটনা ঘটত না।
এ ব্যাপারে আকবর আলীর ছেলে মোঃ আরিফ বিল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার আব্বা গত রবিবার হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল ৩টার দিকে হাসপাতালের ছাদের পলেস্তরা খসেপড়ে তার পা থেতলে যায়। এ ঘটনার পর তিনঘন্টা পার হলেও কোন ডাক্তার, নার্স বা কর্তৃপক্ষ কোন খোঁজ-খবর নিতে আসে নাই, এমনকি একটা এক্সরে পর্যন্ত হাসপাতালে করা যায়নি। বাইরে থেকে এক্সরে করিয়ে এনেছি। পরে রাতে তাকে এম্ব্যুলেন্সে করে খুলনা নিয়ে যাই। তিনি আক্ষেপ করে বলেন, জেলা সদরের হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের অবহেলা অত্যন্তঃ বেদনাদায়খ।
এ ব্যাপারে সিভিল সাজর্ন ডা. হাসানাত ইউসুফ জাকী বলেন, আকবরআলী হার্ট ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। এমন দূর্ঘটনা হবে আমরা বুঝতে পারিনি। ছাদের পলেস্তরা খসে পরার মত কোন লক্ষনও ছিলোনা। আকষ্মিক এ দূর্ঘটনায় আমরা দুঃখিত।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে পিরোজপুর জেলাহাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনের ছাদের পলেস্তরা খসে পড়ে সেখানে চিকিৎরত রোগী আকবরআলী (৮৫) গুরুতর আহত হয়। এতে তার বাম হাটুর ওপরের অংশ থেতলে যায়। দূর্ঘটনার পর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। এর আগে রবিবার দুপুরে সদর উপজেলার কদমতলা এলাকার আকবরআলী হার্টের রোগে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালের ওই কেবিনে ভর্তি হন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...