ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - গণতন্ত্র বাধাগ্রস্ত করলে তাদের পরিণতি ভালো হয় না

গণতন্ত্র বাধাগ্রস্ত করলে তাদের পরিণতি ভালো হয় না

আজকের মঠবাড়িয়া ডেক্ম : জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘গণতন্ত্রের পথকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের পরিণতি ভালো হয় না।’

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জেপির ‘ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৬’ অনুষ্ঠানে শনিবার সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘কাউকে জোর করে নির্বাচনে আনা যায় না। কিন্তু বহু কষ্টে অর্জিত নির্বাচনকে যারা রক্তাক্ত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায় তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘যারা মনে করেন, ভয়-ভীতি দেখানো হবে তারা আহাম্মকের স্বর্গে বসবাস করে। মনে রাখতে হবে, আজকে যারা এখানে এসেছে, তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, মার্শাল ল’র বিরুদ্ধে সংগ্রাম করে এখানে এসেছে।’

বনমন্ত্রী বলেন, ‘আজকে গণতন্ত্রের পথ হয়তো বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। কিন্তু যখন এটা সীমা অতিক্রম করে ফেলবে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ও সুশিল সমাজের কাছে অসহনীয় হয়ে উঠবে তখন সেটা অনিবার্য হয়ে পড়বে।’

কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, দলটির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...