ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কাউখালীতে লোডশেডিং এর প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

কাউখালীতে লোডশেডিং এর প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও সমিতির উদাসীনতার জন্য গ্রাহকদের মধ্যে চরম অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে আজ শনিবার উপজেলা সদর রোডে ঘন ঘন বিদ্যুৎ ও কর্তৃপক্ষের উদাসীনতা এর প্রতিবাদে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকদের হাতে প্লাকার্ডে ছিল নিয়মিত বিদ্যুৎ দে নইলে হ্যারিকেন ও কেরোসিন দে। পরে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী আবু মোঃ ফরিদ, কাউখালী মহা বিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, অটো ইজিবাইক সমিতির লাইন সম্পাদক হাজী মোঃ সোহাগ, অটো রিক্সা চালক মোঃ ইমাম হোসেন, অটো চালক মেহেবুল্লাহ।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু বলেন, কয়েকদিন যাবৎ উপজেলার ১০-১৫ মিঃ পর পর বিদ্যুৎ বিভ্রাট ও বিঘ্ন ঘটে। ফলে পরীক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া, হাসপাতাল, বাণিজ্যিক ব্যাংক সহ সকল প্রতিষ্ঠানের কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। মানববন্ধন থেকে গ্রাহকরা অনতিবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...