ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বর্তমান সরকারের আমলে আইন সহায়তা কার্যক্রম গতিময় ও কার্যকর ভুমিকা পালন করছে – বিচারপতি আশীষ রঞ্জন দাস

বর্তমান সরকারের আমলে আইন সহায়তা কার্যক্রম গতিময় ও কার্যকর ভুমিকা পালন করছে – বিচারপতি আশীষ রঞ্জন দাস

পিরোজপুর প্রতিনিধি > বাংলাদেশ সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি আশীষ রঞ্জন দাস বলেছেন, সুপ্রীমকোর্টের লিগ্যাল এইডের কর্মতৎপরতা আছে, তাতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। সুপ্রীমকোর্ট ও পিরোজপুরে লিগ্যাল এইডের কর্মতৎপরতার তুলনা করতে গিয়ে তিনি বলেন, পিরোজপুরে এর কর্মতৎপরতা বেশ ভাল, এখানকার লিগ্যাল এইডের কাজ আর সুপ্রীমকোর্টের কাজের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
“গরীব দুখির বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গিকার” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড পিরোজপুর জেলা কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে আইন সহায়তা কার্যক্রম পুর্বের চেয়ে আরও গতিময় ও কার্যকর ভুমিকা পালন করছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীন সদিচ্ছার কারনে। পিরোজপুরে এসে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম দেখে মনে হয়েছে পিরোজপুরে এ কমিটির কার্যক্রম সার্থকতা পেয়েছে। এ প্রসংগে বিচারপতি আরও বলেন গরীব দুঃখীর আইনগত সহায়তা দেয়ার জন্য এই জেলার কমিটি যেভাবে কাজ করছে দেশের বাকী জেলা গুলো সেভাবে কার্যক্রম চালালে আগামী এক বছরের মধ্যে দেশের মানুষের আইন সহায়তা প্রদান কয়েকগুন বৃদ্ধি পাবে। আলোচনার শুরুতে দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত পিরোজপুরের আশা নামক একটি স্মরনিকার মোড়ক উন্মোচন করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হেসেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. বেলায়েত হোসেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা যুগ্ম জেলা জজ (১ম) মোঃ গোলাম ফারুক, পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, এ্যাডভোকেট এম.এ. মান্নান, এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা বারের সদ্য প্রয়াত সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরীর পুত্র ডাঃ সুমিত কুমার রায় চৌধুরী ও জনৈক আইন সহায়তা প্রার্থী তানিয়া আক্তার। আলোচনাসভা সঞ্চালনা করেন পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান। আলোচনাসভা সঞ্চালনা করেন পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে জেলা বারের সদ্য প্রয়াত সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরীর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...