ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দুনিয়া এখন হাতের মুঠোয় > পরিবেশ ও বনমন্ত্রী

দুনিয়া এখন হাতের মুঠোয় > পরিবেশ ও বনমন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা > পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, দেশের ইলেট্রনিক সিস্টেম এর উন্নতির ফলে দুনিয়া এখন হাতের মুঠোয়। আউট সোর্সিং এর মাধ্যমে একজন যুবক ঘরে বসে ৪০/৫০ হাজার টাকা আয় করছে। তিনি শুক্রবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ-পিরোজপুর-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প(ডিএই অংগ)র আওতায় চারদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশ এখন অর্থনীতির সবদিক থেকে উর্ধ্বমূখী, কৃষির উন্নতির জন্য সরকারকে দক্ষিণাঞ্চলের দিকে গুরুত্ব দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, প্রকল্প পরিচালক জিএম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমূখ। মন্ত্রী এর পূর্বে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ (পাওয়ার ট্রিলার) বিতরণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...