ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শ্রমিক আওয়াজ …!

শ্রমিক আওয়াজ …!

মেহেদী হাসান বাবু >

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী ও মেহনতি মানুষের মর্যাদাকে সমুন্নত রাখার দিবস। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের সমাজবিজ্ঞানী ও সমাজ সংস্কারক রবার্ট ওয়েন সর্বপ্রথম শ্রমিকদের আট ঘন্টা শ্রম, আট ঘন্টা মনোরঞ্জন এবং আট ঘন্টা বিশ্রামের তত্ত্ব দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। কিন্তু দ্রুত শিল্পায়ন আর অধিক মুনাফার জন্য শিল্প মালিকেরা শ্রমিকদের কাজের কোনো সময় বেঁধে দিতে রাজি ছিলেন না। মালিকদের ইচ্ছামতে শ্রমিকদের কাজ করতে হতো। শ্রমিকদের দৈনিক কর্মবন্টনের কোন নীতিমালা ছিল না। ১৮৮৪ সালের ৭ অক্টোবর আমেরিকা ফেডারেশন অব লেবার দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি তোলেন। এই দাবি ক্রমশ জোরদার হলেও মালিক পক্ষ কোনো কর্ণপাত করেন না। ১৮৮৬ সালের ১ মে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেয়। প্রায় সাড়ে তিন লক্ষ শ্রমিক মিশিগান এভিনিউ-এর মিছিলে যোগদানের প্রস্তুতি নিলে মালিকপক্ষ ভয় পেয়ে পুলিশ বাহিনীকে জড়ো করেন। ৪ মে শিকাগোর ‘হে’ মার্কেট চত্ত্বরে বিশাল সমাবেশে কে বা কারা বোমা ফাটালে পুলিশ বৃষ্টির মত গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত হয়। এক কিশোর শ্রমিক তখন তার গায়ের জামা খুলে রক্তে ভিজিয়ে লাল জামাটি উড়িয়ে দেয় পতাকা হিসেবে। আজও পৃথিবীতে শ্রমিকদের পতাকাটি সেই কিশোরের রক্তে লালে লাল। আটকৃতদের মধ্যে অনেকের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়। ১৮৮৭ সালে ৪ জন বিপ্লবী শ্রমিক যথাক্রমে এঞ্জেল, ফিসার, পারসন্স ও স্পাইসকে ফাঁসি দেয়া হয়। বিশ্বে আজ শ্রমিকদের আট ঘন্টা শ্রমের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে দেশে প্রতি বছর পহেলা মে স্মরণ করা হচ্ছে ‘হে’ মার্কেটের বিপ্লবী মহান শ্রমিকদের। বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশে আজ ছুটির দিন। যেসব দেশে ছুটির দিন নয়, সেসব দেশেও যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হচ্ছে। শ্রমিকদের আন্দোলন ও সংগ্রামের ফলে মানুষের বিবেকের জয় হয়েছে।

রক্তের মাধ্যমে অর্জিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৯ সালে আইএলও প্রতিষ্ঠিত হয়। দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর। শ্রমিকের রক্ত বৃথা যেতে পারে না। এ শ্লোগান চিরজাগ্রত হোক। আজও যারা শারীরিক শ্রমের বিনিময়ে দিনানিপাত করছেন তাদের শরীরের পবিত্র ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকদের নায্য মজুরি প্রদানের জন্য সকলের নিকট অনুরোধ করছি, পাশাপাশ আট ঘন্টা শ্রম , আট ঘন্টা বিনোদন ও আট ঘন্টা বিশ্রাম এটাই হোক মে দিবসের আহ্বান…।

মেহেদী হাসান বাবু প্রকাশক ও সম্পাদক আজকের মঠবাড়িয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...