ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের বাংলা নববর্ষ বরণ

কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের বাংলা নববর্ষ বরণ

কাউখালী প্রতিনিধি >

বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে আমড়াজুরি ইউনিয়নের সন্ধ্যা নিভূত চরে বর্ষবরণ উদযাপন করেছে প্রতিবন্ধী ও ছিন্নমূূল শিশুরা। কাউখালী প্রতিবন্ধী পাঠাশালার আয়োজনে শুক্রবার পহেলা বৈশাখে সন্ধ্যা নদীর নিভৃত আমরাজুরির চরে আবাসনে আশ্রিত প্রতিবন্ধি ও ছিন্নমূল শিশুদের নিয়ে এ বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। আমরাজুরি চরের আবাসন প্রকল্পের সভাপতি মো. চান মিয়া ও প্রতিবন্ধি ছিন্নমূল শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠাপনে দিনব্যাপি প্রতিবন্ধি শিশুদের নিয়ে মিষ্টি, ফল দিয়ে আপ্পায়ন করা হয়। শিশুদের হতে তুলে দেয়া হয় রং বেরংয়ের খেলনা সামগ্রি। প্রতিবন্ধি ও ছিন্নমূল শিশুরা দিনভর হৈ-হুল্লের ও আনন্দে দিনটি পার করে। পরে উপজেলার একই ইউনিয়নের সোনাকুর গ্রামের পাল পাড়ার বসবাসরত শিশুরা সন্ধ্যা নদীতে নৌ ভ্রমণে বের হয়। বর্ষ বরণের এ অন্যরক উৎসবের খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন সকাল থেকে নিভৃত ওই চরে সমাবেত হন।
কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও সামাজিক উদোক্তা আবদুল লতিফ খসরু বলেন, প্রতিটি শিশুরই আনন্দে বেঁচে থাকার অধিকার আছে। নববর্ষের আনন্দ ভাগাভাগি করতেই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এ ব্যাতিক্রমী বর্সবরণের আয়োজন করা হয়।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি! সাইকেল সহ চোর আটক

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত¡র থেকে এক ...