ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আওয়ামীলীগের পাল্টা সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আওয়ামীলীগের পাল্টা সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন পরবর্তী নানা চলমান সহিংসতার ঘটনায় আওয়ামীলীগ স্বতন্ত্র প্যানেলকে দায়ি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
উপজেলা আওয়ামীলীগ আজ সোমবার সকালে শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৌকার সমর্থক কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

এর আগে রবিবার রাতে নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্যানেলের সংবাদ সমম্মেলনে অভিযোগ প্রত্যাখান করে আওয়ামীলীগ স্ব আজ সোমবার সকালে পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচন পরবর্তী সকল সহিংসতার ঘটনায় স্বতন্ত্র প্যানেলের কর্মী সমর্থকদের দায়ি করেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ বরেন।
লিখিত বক্তবে অভিযোগ করা হয়, স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি জামায়তের সাথে আঁতাতের মাধ্যমে নির্বাচনে অংশ নেয়। দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্যানেলে নির্বাচনে দাড়ায়। যারা দলের বাইরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার মানে নাই তারা রাজনীতিতে অবশ্যই ভুল করেছেন। নির্বাচনে নানা কারসাজির মাধ্য তারা বিজয়ী হওয়ার আ.লীগের অসংখ্য দলীয় নেতা ও নৌকার সমর্থকদের বাড়ি ঘরে আগুন, অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, সংখ্যালঘুদের বাড়ি ও খড়ের গাদায় অগ্নি সংযোগ ,বাড়িঘর লুটপাট ও মা বোনদের শ্লীতাহানীসহ দলীয় নেতা কর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে মঠবাড়িয়ায় সন্ত্রাসী জনপদ কায়েস করে। স্বতন্ত্র প্রার্থীর লালিত সন্ত্রাসী শতাধিক আ,লীগ নেতা কর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস , উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আকন, পৌর আ.লীগ সাংগঠিনক সম্পাদক হেমায়েত উদ্দিন, পরাজিত ভাইসচেয়ারম্যান প্রার্থী সাকিল আহম্মেদ নওরোজ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকসুদা আক্তার বেবী বক্তব্য দেন।

আওয়ামীলীগ নেতারা সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী আগুন,হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিচারের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...