ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঠবাড়িয়া সরকারী কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা উদ্বোধন করেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৯৫ জন বেকার যুবক যুবতি অংশ নেন।
পিরোজপুর বিসিকের উপ-ব্যবস্থাপক সহায়ক কেন্দ্র, বিসিক এ.বি.এম আবদুর রহমানএর সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

তিন দিনের প্রশিক্ষণ উদ্যোক্তা যুবকদে যুবতীদের বেকারত্ব দূর করা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে নানা বিষয়ে দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...