ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের আট উপদেষ্টা পরিষদের পদত্যাগ

মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের আট উপদেষ্টা পরিষদের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি >

মঠবাড়িয়ার অনলাইভিত্তিক সামাজিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের উপদেষ্টা পরিষদের ৮ জন সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও সামাজিক উদ্যেক্তা মোস্তাফিজ বাদল তাঁর সামাজিক সাইটের টাইম লাইনে দেওয়া এক স্টাটাসে আট উপদেষ্টা পরিষদের একযোগে পদতাগে ঘোষণা দেন।

তিনি লেখেন, ফেসবুকের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, #ছোট্র_মনুদের_জন্য_ভালবাসা (Love for children), *একটি অনলাইন সংগঠন* এর মঠবাড়িয়া ও প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে নিম্নে উল্লেখিত উপদেষ্টা সদস্যগণ পদত্যাগ করেছেন,
১. দেবদাস মজুমদার
২. মোস্তাফিজ বাদল
৩. এম. আর. কে. আল আমীন
৪. ইসমাইল হাওলাদার
৫. এ টি এম কাওছার
৬. সোহেল রানা
৭. সুমন চৌধুরী
৮. তানজির আহমেদ কঁচি
প্রত্যেকেই ব্যক্তিগত ও বিশেষ সমস্যার কারণে আলোচনার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটির সকল কার্যক্রম, দায়িত্ব ও উপদেষ্টা সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি গ্রহণ করেছেন।
তাই অদ্য হতে(২৮ জানুয়ারী-২০১৭) সংগঠনটির বা সংগঠনের সাথে জড়িত কোন ব্যক্তির কার্যক্রমের কোনরূপ দায়ভার তাঁরা বহণ করবেন না বলে উল্লেখ করা হয়েছে।

পদত্যাগী উপদেষ্টা এম. আর. কে. আল আমীন জানান, সংগঠনটির কতিপয় ব্যাক্তি নিজের ইচ্ছে মাফিক সংগঠনটি পরিচালনা করে আসছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্যেদের কোন মতামতের তোয়াক্কা না করেই এসব করা হচ্ছিল। সংগঠনটির গঠনতন্ত্র কোনকোন ব্যাক্তি মানুষের ইচ্ছেমত তৈরী করে যাকে খুশী তাকে যখন খুশি তখন অর্থলাভের আশায় অন্তর্ভূক্ত করে সংগঠনটির রাজনৈতিক আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, সংগঠনের কতিপয় সদস্য সামাজিক সাইটে অতি আবেগপ্রবণ হয়ে শিশুদের নানা অনৈতিক ছবি দিয়ে বিব্রতকর মন্তব্য করে আসছিলেন। এমনকি সামাজিক সাইটে তাদের আচরণ মন্তব্য উপদেষ্টা পরিষদের জীবনধারার সাথে বেমানান। এসব বিব্রতকর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে আলোচনা হলেও কোন সুরহা না করে বিব্রতরকর পরিস্থিতি আরও বাড়ছিল। তবে পদত্যাগী উপদেষ্টা পরিষদ শিশুদের উন্নয়নে ভিন্ন একটি প্লাটফর্মের মাধ্যমে কাজ করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...