ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - কাউখালীতে সরকারি বালক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাউখালীতে সরকারি বালক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে আজ শনিবার সকালে সরকারী বালক বিদ্যালয়ের তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে শেষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার । বিদ্যালয়ের ২৫০ ছাত্র ৯০ টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এছাড়া স্কুলে শতভাগ হাজিরা, প্রতি শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...