ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মৃত্যুর পরে একজন মানুষের ভালো কাজের স্বীকৃতি মেলে : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

মৃত্যুর পরে একজন মানুষের ভালো কাজের স্বীকৃতি মেলে : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

ভান্ডারিয়া প্রতিনিধি >
পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মৃত্যুর পরে একজন মানুষের ভালো কাজের স্বীকৃতি মেলে। যারা মানুষের জন্য কাজ করে আল্লাহ তাদের সহায় হন।

তিনি আজ শুক্রবার রাতে ভাণ্ডারিয়ার প্রায়াত জেপি নেতা আবুল কালাম পোদ্দারের দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।

জাতীয় পার্টি জেপি আয়োজিত দোয়ার মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, পিরোজপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ,উপজেলা আ.লীগ মভাপতি ফায়জুর রশিদ খসরু, ইউপি চেয়ারম্যান ও জেপির সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আ.লীগের দপ্তর সম্প্দাক হাফিজুর রশিদ তারেক। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচানা করে মো. উজীর আলী।
মন্ত্রী এর আগে ভান্ডারিয়া মদন মোহন জিউ মন্দিরে বিভিন্ন পূজা মন্ডপের পূজা উদয্পান কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে বলেন, সংবিধানের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। মানুষ বর্তমান সরকারের আমলে শান্তিতে বসবাস করছে ভয়ভীতির কোন কারণ নেই।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...