ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল ,মুক্তিযোদ্ধা ও এলাকাবাসিকে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল ,মুক্তিযোদ্ধা ও এলাকাবাসিকে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর সদর উপজেলার ১নং সিকদার মল্লিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন শেখ এর একাধিক সন্ত্রাসী, চাঁদাবাজী সংখ্যালঘুদের জমি দখল, লোকজনকে অহেতুক মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলণ করেছে চালিতাখালী গ্রামবাসী। শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এলাকার শতাধিক গ্রামবাসী স্থানীয় আব্দুল মজিদ শেখের ছেলে পিরোজপুর-১ আসনের এমপির ঘনিষ্ট পরিচয়দানকারী নব্য যুবলীগ নেতা রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন,ইউপি সদস্য রুহুল আমিন কর্তৃক নির্যাতিত মো. জামাল সিকদার।
লিখিত ৪২ টি অভিযোগের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরের যায়গা দখল করে মাছের ঘের তৈরী, সংখ্যালঘুদের যায়গা জমি,সুপারী বাগান, প্রতিপক্ষ ইউনিয়নয়ন আওয়ামীলীগ সভাপতি রাজা আলী সিকদারের বাড়ীতে ডাকাতি, তার ছোট ছেলে মিন্টুর পায়ে গুলি করা, নিজে গাঁজা-ইয়াবা বিক্রি করলেও পুলিশকে ম্যানেজ করে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানো, বর্তমান সরকারের ১০ টাকা মুল্যের রেশন কার্ডের চাল জামায়ত-বিএনপির সদস্য সহ নিজের আত্মীয়স্বজনদের দেয়া, নিজে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে নিজ মামাতো ভাই ও ভাবীকে দিয়ে ইচ্ছেমত ইস্কুল করানো, যার কারনে ওই ১নং চালিতাখালী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ২০/২৫ জনের বেশী ছাত্র-ছাত্রী নাই। এসব ব্যাপারে এলাকাবাসী তার বিরুদ্ধে একধিকবার থানায় মামলা দিলেও টাকা দিয়ে ও এমপির দোহাই দিয়ে পুলিশকে ম্যানেজ করে মামলাগুলি বাতিল করে দেয়। তার বিরুদ্ধে ছিনতাই , ডাকাতি, দেওয়ানী সহ একাধিক মামলা থাকলেও সে পুলিশের সাথে সখ্যতা করে নিয়মিত এলাকায় সন্ত্রাস,চাদাঁবাজী, জবরদখল ,মারামারি করে আসছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এলাকা বাসী।
সংবাদ সম্মেলনে একাধিক ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের লোকজন কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন, মেম্বর রুহুলের অত্যাচারে তার এখন গ্রাম ছেড়ে ভারত চলে যাবার চিন্তা ভাবনা করছেন। তারা বলেন, এসব ব্যাপারে অভিযোগ নিয়ে সদর আসনের এমপি এ কে এম এ আউয়ালের কাছে একাধিকবার গেলেও এমপি রুহুলকে ডাকিয়া সবার সামনে নিষেধ করলেও এলাকায় রুহুল বহাল তবিয়তে নির্বিঘেœ তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসী সাংবাদিকদের মাধ্যমে সঠিক ঘটনা তুলে ধরে অবিলম্বে এর প্রতিকার চান প্রশাসনের কাছে।
এ ব্যাপারে অভিযুক্ত রুহুল শেখের কাছে জানতে চাইলে মোবাইলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি পরপর দুইবার জনগনের ভোটে নির্বাচিত মেম্বর। আমার সাথে নির্বাচনে হেরে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে এলাকার কিছু লোককে দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে প্রতিপক্ষ পরাজিতরা। মন্দিরের যায়গা দখল প্রসংগে তিনি বলেন, যে যায়গায় মাছের পুকুর করা হয়েছে তা তার নিজের খরিদা জমি। আর এখন ওই মন্দিরে কোন পুজাঁ হয়না, পাশের কালী মন্দিরে এলাকা বাসী পুজাঁ করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...