ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীতে দুই মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সহায়তা

কাউখালীতে দুই মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সহায়তা

কাউখালী প্রতিনিধি > পিরোজপুরের কাউখালীর অতিদরিদ্র মেধাবী দুই শিক্ষার্থী মঞ্জিলা ও খাইরুন্নাহার জি.পি.এ-৫ অর্জণ করায় শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় অষ্ট্রেলিয়া প্রবাসী শুভ কর্মকারের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ই.জি.এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান বিভাগে এস.এস.সিতে জি.পি.এ-৫ প্রাপ্ত মেধাবী মঞ্জিলা ও এস.বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সিতে জি.পি.এ-৫ প্রাপ্ত খাইরুন্নাহারকে এ শিক্ষা উপকরণ সহায়তা দেওয়া হয়।
কাউখালী উন্নয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আ. লতিফ খসরুর শিক্ষক মোস্তাফিজুর রহমান, অষ্ট্রেলিয়া প্রবাসী শুভ কর্মকার, কলেজ ছাত্র স্বপন পাল, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মঞ্জিলা ও খাইরুন্নাহার বক্তব্য দেন।
শেষে দুই শিক্ষার্থীকে পোষাক,বই,কলম,খাতা ও ক্যালকুলেটরসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উল্লেখ্য জিপিএ-৫ প্রাপ্ত মঞ্জিলার জেলে পরিবারের সন্তান । বাবা ইয়াকুব আলী গ্রামের খালে বিলে মইয়্যা জাল দিয়ে মাছ ধরে, মা লাল ভানু অন্যের বাড়িতে কাজের উপার্জনে মঞ্জিলার লেখা পড়া চলছে। এছাড়া মঞ্জিলা পড়াশুনার পাশাপাশি গ্রামের শিশুদের লেখাপড়া আসছে।
অপরদিকে প্রয়াত দরিদ্র মুক্তিযোদ্ধা মোফাজ্ঝেল হোসেনর সন্তান খাইরুন্নাহার চরম কষ্টে লেখা চালিয়ে আসছে। বিধবা মা শহিদা বেগম বাসায় বাসায় শিশুদের কোরান শিক্ষা দিয়ে সংসার চালিয়ে চরম দারিদ্রক্লিষ্ট জীবনে খাইরুন্নাহারকে লেখা পড়া করাচ্ছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...