ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় নিহত দুইজনের বাড়ি ভান্ডারিয়ায়

শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় নিহত দুইজনের বাড়ি ভান্ডারিয়ায়

ভান্ডারিয়া প্রতিনিধি 🔴
মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। গতকাল মঙ্গলবার (০৪ মে) দাফনকার্য সম্পাদন করছেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতরা হলেন জনি অধিকারী (২৬) ও মানজুরুল ইসলাম বাপ্পী (২৩)। নিহত জনি অধিকারী উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের রঞ্জন অধিকারীর ছেলে আরমান মঞ্জুরুল ইসলাম বাপ্পী উপজেলার চরখালী গ্রামের ওহিদুল খানের ছেলে।
পশারীবুনিয়া গ্রামের স্বপন হালদার জানান, নিহত জনি অধিকারী ঢাকা একটি কেজি স্কুলে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি আসতে গিয়ে স্পিডবোট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। জনির মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসার পরে গতকাল মঙ্গলবার ধর্মীয় রিতি অনুযায়ী পারিবারিক শ্মশানে সমাহিত করা হবে।
আপরদিকে মানজুরুল ইসলাম বাপ্পী কে মঙ্গলবার (০৪ মে) উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী পারিবারি কবর স্থানে সকাল সাড়ে দশটায় দাফন করা হয়। বাপ্পী বরিশালের সরকারি জাগুয়াস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। পরিবারে তিনভাই বোনের মধ্যে বাপ্পী সর্ব কনিষ্ঠ ছিল।
নিহত বাপ্পীর পিতা অবসর প্রাপ্ত ল্যান্সকর্পোরাল ওহিদুল খান জানান গত ৩ এপ্রিল ঢাকা ফুফাতো বোনের বাসায় বেড়াতে যায়। বাড়ি আসার পথে স্পিডবোট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত বাড়িতে শোকের মাতম চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...