ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে ইঁদুর নিধন ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

পিরোজপুরে ইঁদুর নিধন ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি➡️

পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। ইদুর মারার পাতা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. রেজাউল করিম (৩৫) ও তার ভাই নান্নু মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (১০)।
বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন আহম্মেদ জানান, ইঁদুর মারার জন্য ওই গ্রামের আবদুস সত্তার তার ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। রাতে এলাকার লোকেরা দলবেঁধে মাছ ধরার জন্য ক্ষেতে গেলে বিদ্যুতের ফাঁদে আটকে বিদ্যুৎ স্পৃষ্ট হন চাচা রেজাউল ও ভাতিজা ফরিদ। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...